- 237
- 0
নারী কথা
ফ্রক অথবা শাড়ির মাঝে শেখা হয়ে যায়,
অনেক কঠিন বা তরল দাহ্য জীবনের মানে।
পুতুল খেলা, রান্নাবাটি আর বিশ্ববিদ্যালয়ের
মাঝ বরাবর যে সাংঘাতিক আলপথ সুতোয় হাঁটা,
শরীর, মন, পুরুষ নারী ভেদে লোভ স্পষ্ট দেখা যায়,
বেড়ে যায় বিছের কামড়ে অবশ্যম্ভাবী মেহনের সুখ।
তবুও কৌতুহল ঢেউ বারবার আছড়ে পড়ে,
ভোরের আলো অথবা সন্ধেবেলার রহস্যময়
তুখোড় জীবন উৎসবে।
দেশ কাল,ভুখা পেটে রুটির লাইনে
কুচক্রী রাজনীতি খেলা।
এসব বুঝেও পাশ কাটিয়ে গেছি,
নাছোড় ধূসর বোধ!
আড়চোখে দেখা সাম্যে,সমানাধিকার জনস্বার্থে
মেয়ে জীবন একান্ত কি ঘরবন্দী সংসার সুখ?
রাঁধাবাড়া, কুলো বরণডালার ফাঁক দিয়ে
দেখা হয়েই যায় ডামাডোলে গদির লড়াইয়ে
কুৎসিত মঞ্চে আমারই স্বজাতি!
হাজারো নিঃস্ব উলুখাগড়া লাইনে আমিও
আমার উত্তরাধিকার নির্বিকার তাকিয়ে...
অসহায় স্থবির আর নিথর পাথরের চোখ
জমিয়ে রাখে অন্ধকার ভবিষ্যতের দীর্ঘশ্বাস।
0 Comments.