- 25
- 0
"যখন গ্রাম্য কিশোরের ভালোবাসার সাথে দেখা হয়ে যায়"
যখন চৈত্রের খরায় চৌচির পলিমাটির জমিন
এবং উত্তপ্ত দুপুর তার লকলকে জিভ বের
করে হেসে ভয় দেখাতে চায় ঠিক তখনই
মাঠের মধ্যে একলা দাঁড়িয়ে থাকা
কোনো এক গ্রাম্য কিশোরের
ভালোবাসার সাথে দেখা হয়ে যায়!
সময় তখন খুঁটায় বেঁধে রাখা
ছাগলের দড়ি ছিঁড়ে দৌড়ে পালিয়ে
স্বাধীনতা উদযাপনের আনন্দে ভেসে যায়
এবং অনুভবে রাত্রিদিন কেবলই
হেমন্তের শিশিরভেজা
শিউলি ফোটা দিন অম্লান জেগে রয় !
0 Comments.