- 55
- 0
হৃদয় যার চৈত্রের শীর্ণ নদী
বেদনার পেয়ালা কতোটা উপচে পড়লে
প্রগাঢ় অভিমানে ব্যথিত হৃদয়ে
একজন কবির হৃদয়ের
গহীন ভিতর থেকে উচ্চারিত হয় -
"মানুষই আমার পরিচয় -
তবুও মানুষ নই মানুষের কাছে!"
আরও উচ্চারিত হয় -
"বেঁচে থাকি, কথা কই ----
হৃদয়ে অনেক ক্ষত আছে দেখাবার নয়!"
সত্যিই তো তাই!
হৃদয়ের ক্ষতগুলো দেখে না কেউ,
সেই জানে শুধু -
হৃদয় যার চৈত্রের শীর্ণ নদীর মতো
রাত্রিদিন একাকী কাঁদে নীরবে!
(বিঃদ্রঃ - পশ্চিমবাংলার কবি Taimur Khan ভাই এর লেখা পড়ে এই কবিতার জন্ম, কৃতজ্ঞতা স্বীকার করছি তাঁর কাছে)
0 Comments.