- 14
- 0
ঋণ
কেটে গেছে বহু যুগ
তবুও তোমার চোখে ঋণ খুঁজে যাই...
ভালবাসা অভিনয় মাঝে মাঝে ভেবে ওঠো তুমি।
কিন্তু প্রকৃতি দেহ -
লুকিয়েছে অভিমান পুরাতন বৃক্ষের তলে!
ভাসাও আমায় শুধু
নদী হয়ে ভেসে যাব তোমার অতলে
চোরাবালি ভেদ করে থেকে যাব নিজেকে মিশিয়ে।
কেটে যাবে আরও যুগ
তোমার দু'চোখে কিছু ঋণ খুঁজে ফিরে...
0 Comments.