Sat 03 January 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শ্রী অমিতাভ কর

maro news
কবিতায় বলরুমে শ্রী অমিতাভ কর

বিষন্ন সময়

সময়ের গ্রাসে ডুবে যাচ্ছি আমি,

বিষন্ন সময়ের ঠোঁটে আমার খোলস,

কেউ শোনে না পাতা ঝরা দিনের কান্না ॥

কতদিন তোমার পাঠানো চিঠিগুলো পড়া হয় না,

নীল খামগুলোর গায়ে জমছে সময়ের ধূলো,

কি জানি, অভিমানে ভিতরের কথাগুলো
নিজেদের বদলে নিচ্ছে কি না !

গন্ধ পাচ্ছো, চুল্লিতে পোড়া সময়ের শব -

ঘুম আসে না,

মাথায় স্মৃতি নদীর বেপথু স্রোত,

পোড়া শেষে নদীতে ভাসিয়ে দেওয়া হবে ছাই,

সাক্ষী থাকবে নদী,

বুকে নিয়ে বয়ে যাবে
সময়ের ক্ষত,

বুকে অবিরত রক্তক্ষরণ,

খোলসের গায়ে রক্তের ছিটে,

বয়ে চলেছি সময়ের দাগ ॥

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register