- 7
- 0
মনের ওজন
দিনে দিনে মনের ওজন বাষ্পে ভারী
অবস লাগে অকেজো হই, তুলতে নারি।
গাছের শাখার বৃদ্ধ পাতা ঝরছে হাওয়ায়
হলদে মুখ হেমন্তের বুকের দাওয়ায়
দা হাতে দিচ্ছে কোপ, মনটা আজ কপিকলে
বড্ডো ভারী --বইতে পারা মন -ডালে।
ঝাড়তে হয় জেনেও কেন যায় না ফেলা
বলতে পারো হেমন্ত, নয় হেলাফেলা
খসছে কত কথার দহন মন জমিনে
জরিমানায় -কেউ কারো নয় --মায়াহীনে
মনের ওজন কজন জানে কজন বোঝে?
হেমন্ত কি হলদে পাতা যাপন রোজে ---
0 Comments.