- 10
- 0
বিশ্বাসের ছাই আর মুক্ত আকাশ
কয়েকটি বছর আমরা ভেবেছিলাম
এই ভালোবাসা চিরস্থায়ী-
মানবিকও, শারীরিকও
আমাদের দেহ ছিল একে অপরের মানচিত্র
মন ছিল সেই দেশের রাজধানী,
যেখানে সময় থেমে যেত নিঃশব্দে।
আমরা ভেবেছিলাম পরকীয়া মানেই স্বাধীন প্রেম
নির্ভীক নিঃসংকোচ
কিন্তু কে জানত প্রেমও ক্লান্ত হয়
আর স্বাধীনতাও কখনো কখনো প্রতারণার পোশাক পরে আসে!
তুমি ছিলে আগুন
যার উষ্ণতায় আমি জেগে উঠতাম
আর এখন জানি-সেই আগুনেরই বহু শিখা ছিল
বহু নাম বহু মুখ বহু রাতের সাথে ভাগ করা...!
আমি বিশ্বাস করেছিলাম
তুমি কেবল আমাকেই চাও
কিন্তু একদিন দেখি-
আমার মতো আরও অনেক ‘আমি’ তোমার চোখে লেগে আছে...
আজ আমি ছিঁড়ে বেরিয়ে এসেছি,
হৃদয়ের কুয়াশা সরিয়ে দেখেছি
ভালোবাসা নয় এটা ছিল এক সুন্দর মরীচিকা
তবু আফসোস নেই
কারণ আমি এখন মুক্ত বিহঙ্গ
যে জানে-ভাঙনও একধরনের জন্ম...!
0 Comments.