কবিতায় সেবকনারায়ণ চট্টোপাধ্যায়
সে-ব-ক-ম্
এক*
যা হবার তা হোক; হাইপার না হ'য়ে,
এক কাপ চা ।
প্রতিদিন গাসওয়া, উনিশ আর বিশ...
উনিশে যা, বিশ না হয় পজিশনাল
এগিয়ে।
দুই*
কি ভীষণ নষ্ট মেয়েটি, আর কাপড় তোলেনা।
তোলেনা মানে, তোলেনা; খুলেও দেখেনা তার
জন্মের ফাটল।
তিন*
যে মানুষ পঙ্গপাল ডানাভাঙা
আকৃতি; ভেনাল ব্যাজ পরা, শাদা চটি
পা'য়ে।
0 Comments.