কবিতায় হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়
পিকাডেলি সার্কাস
একটি অকপট জায়গা প্রয়োজন
যেখানে দাঁড়িয়ে সত্য বলা যায়,
যেমত বিষ্ঠায় প্রজাপতি বসে
নিদারুণ প্রয়োজনে!
না,ছিঃ করে মুখটা ঘুরিয়ে দেবেন
না..!
যেভাবে অশনাক্ত,বিকৃত মৃতদেহ থেকে,
কিলবিল করে বেরিয়ে আসতে
পারে
সাদা সাদা আনন্দ-পোকারা...
ঠিক সেভাবে!
নির্লজ্জের মতো অটল হয়ে বলতেই হবে,
অনেক কথা যা তীরের মতো বিঁধে যেতে পারে জীবন্ত মরমের শরমে...
তাহলে আসুন,
একবার লাশ ঘরে যাওয়া যাক!
মৃতদেহগুলোর পাশে ফুলমালা হাতে 'আহা', 'উহু' করা ভীড়টাও বেশ জমা হয়েছে,আরো হবে ..
এই তো সুযোগ...!!
0 Comments.