কবিতায় মনোজ সমাদ্দার
দিন ফুরোলো নটে গাছটি মুড়োলো
মার খাচ্ছো, খাও...
কিন্তু এদিক ওদিকে কি দেখো ? নেতা ?
হা হা হা,
বড্ড বোকা।
তুমি যে প্রয়োজনে গুনি, ফুরোলে পোকা।
বসো,
দেখো চেয়ে ডাস্টবিন জুড়ে রয়েছে কতো,
তোমারই মতো আহত জীর্ণ জ্বরা।
যাদের আজ আর নেতা - মানুষ বলে না,
বলে অকর্মন্য,
মরা।
0 Comments.