Wed 19 November 2025
Cluster Coding Blog

কবিতায় কুণাল রায়

maro news
কবিতায় কুণাল রায়

নীড়

পাখিরা কুলায় ফেরে, সন্ধ্যা হলে, রয়েছে যেখানে - তাদের প্রিয়জন। বাসা তৈরি ঘাস লতা পাতা, খড় দিয়ে, কিন্তু মানুষের তৈরী, এক মুঠো ভালোবাসা দিয়ে। এক সুখ নীড়, তৈরী যত্নে, কিন্তু থাকে না সে, ভেঙ্গে গুঁড়িয়ে যায় অজানা এক ঝড়ের দাপটে, হারিয়ে যায় সবকিছু। কাছের মানুষ, পরিজন, স্নেহ দিয়ে গড়া সামনের বাগানটা! সম্বল শুধুমাত্র চোখের জল, এক বুকভরা হাহাকার, তবুও বেঁচে থাকবার, এক প্রবল আকুতি, উঁকি দেয় মনের মাঝে, আনাচে কানাচে! এক অজানা ভয়, গ্রাস করে সর্বক্ষণ, অজানা তার কারণ! ফিরে পেতে সেই নীড়, একত্রিত হই, আকাশভরা সূর্য তারার নীচে। সংকল্প করি, যতই আসুক ঝড়, অথবা অশনি সংকেত থামব না মোরা কখনো, লড়াই বেঁচে থাকবার, লড়াই অস্তিত্বের, লড়াই এক চিলতে রোদ্দুরের মত, ভালোবাসার চিরবন্ধন!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register