কবিতায় শুভাশিস সাহু
তুমি আমার প্রথম প্রেমের কাহিনী
শেষ পথে চলে গেছে
আমার ভালোবাসা।
তুমি আমার
ঝড়ের সমুদ্র।
তুমি আমার
প্রেমের সুনামি।
আমি এখনও সেই
মেঘের ভিতর থেকে হাত নাড়ি;
হাওয়াতে খিল-খিল করে হাসে
তোমার প্রেমের ধ্বনি,
তুমি আমার
প্রথম প্রেমের কাহিনী।।
0 Comments.