গদ্যের পোডিয়ামে অমিত বাগল
সোনামনটিকে
(একটি মায়া-গদ্য)
[ উৎসর্গ: তৎকালীন সহকর্মী বন্ধুবর দিব্যেন্দু ব্যানার্জী-কে]
মোবাইলে তোর red eyes-কে আমি তোর-আমার বন্ধন-ই মেনেছি।
পুজো সেরে উঠে তোকে অবিশ্বাস করি কি করে,সোনামন--একবারও ভাববিনা !
মুখের কথার এটাই হকিকৎ...
Undo হয় না, সামান্যের অপরিসীম edit-ও করা যায়না এ মহাজীবন
তোর আমার প্রতি বিশ্বাস অটুট ছিল বলে আমাকে এক অবিশ্বাসী মনে করে কীহবে আমাদের বুকে যে আকাশ, তার অপরিসীমে ! ভেবেছিস ?
মনে আছে,মনে আছে
আমার শেষদিবসের দিনে তোর দু'চোখের টলমল...
আনচান লেখাটি তো আমার স্নেহের সন্তান,ওকে সিঁথিপাটি কেটে দিয়ে কেমন দেখায়, দেখবো না!
আর ওই block-টক্ বেকার কা
কিছুমানুষের হীণতা, আর দীনের গর্জন
যার যতটা পৌঁছ
তোর-আমার বন্ধনে আকাশ মুক্ত হলো,বোকালোক শুধুশুধু খাঁচা গড়ে যায়
তাবলে কী আমাদের মলিন মানায়?
0 Comments.