- 15
- 0
একটা পাখি
একটা পাখি হারিয়ে ডানা,বৃষ্টি ভিজে আমার কাছে
বললো মেঘের পালক পেলে,আকাশ হবে আমার গাছে !
গাছে আমার ফুল ছিল না
ডালপালাতেই বেজায় ভারি ,
পাখির নাকি মন গলে যায়
পাতায় পাতায় সাজলে নারী !
দিক-পাখিটা পুরুষ ছিল
ভাবনা ছুঁয়ে মেলছি শাড়ি ,
দেখলাম সে ডানার বোধে
শুকোচ্ছে যে আকাশ তারই !
0 Comments.