Fri 19 September 2025
Cluster Coding Blog

গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

maro news
গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

মুখোশবাজির বাজনা অনুষ্ঠানে

ফোনে যেতে বলেছে রাম শ্যাম যদু অনেকেই আসছে এবার আসরটা বাসার থেকে অনেকটাই দূরে স্কুল শেষে টিফিন নিয়ে ট্রেনে করে তারপর আবার মেট্রো খরচ আর সময় দুটোই গচ্ছা পথ আর শেষই হচ্ছে না কোনদিকে ঢুকব যেদিকে যাচ্ছি সেদিকেই ডাকছে সবদিকেই সুন্দরী সুন্দর তাদের হাসিমুখের নির্মেদ চমৎকারিত্ব মানিব্যাগটা এবার সত্যিই মনের ভিতরটা বাঁদরামির চড়া শীতে রেগে কাঁই এরমধ্যেই কিছু কবি হন্যে হয়ে সত্যিই কবিতাকে খুঁজছেন তবে ঠাসা ভিড়ে সবাইকে ঠিক বোঝা যাচ্ছে না আমি এগিয়ে যাচ্ছি আরও সামনে আরও আরও আস্তে আস্তে চেহারার সবটাই দৃশ্যমান দাঁত মুখ বুক নাভি কোমর তলপেট নিতম্ব হাত পা আমাকে কেউ দেখতে না পেলেও আমি ওদের সব্বাইকেই চেনা রূপগুলো না আর চিনলেই ভালো হতো জীবনে অনেক রকম পাগল দেখেছি কিন্তু এরকম ভালো মানুষের মুখোশধারী শয়তান খুব বেশি পাওয়া যায় না মুখ দেখে বুঝতেই পারবেন না তলে তলে যে এতটা পাগলামির আরেক নাম ফেসবুক সাহিত্যসভা বই বিক্রির একটা বড় জায়গা এত ক্রেতা বিক্রেতা কখন কে যে কোন ভূমিকায় সেটাই বোঝা যায় না বই পড়তে পছন্দ না করলেও এখানে ফেসবুক সবারই পছন্দ মেসেঞ্জার আরেকটা ধান্দাবাজির জায়গা এখানে অনেককিছুই চলে তবে কেউ আসে কেউ আসে না কিন্তু শীতের সকালে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বা বসন্তের বিকেলে উত্তমকুমারের সিনেমার ক্লিপিংসগুলো আজও মনটা কোথায় যেন নিয়ে চলে গেল ভুলের সবটা তার মানে খারাপ নয় যবে থেকে কবিতা লেখা শিখছি আকাঙ্ক্ষা বানানটা লিখতে গিয়ে তাই দেখছি বারবার ভুল হয়ে যাচ্ছে একই সেই ভুল ফেরার গাড়িতে আমি তখন ব্যাগের ভারে আর নড়তে পাচ্ছি না ঘরে ফিরে বকা খাব বাড়ির মানুষগুলোর জন্যেও এত ব্যাটারি খরচ করিনি এগুলোর জন্যে যা এই শেষবার মুখে যতই বলি রাম শ্যাম আবার কেউ বললে কি তখনও এমন ছুটব নাকি আমার নিজেরও এতে কিছু...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register