Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে অমিত বাগল

maro news
কবিতায় বলরুমে অমিত বাগল

রাখাল

শুধু একটু
মানুষ প্রকৃত হ'লে,অকুন্ঠ সাদাঝুঁটি---ফনফনে লাউডগা
ফুলে-ফলে ছেয়ে যায়--- নিরন্ন-চাল,ভিটেমাটির টান
শুধু মানুষ,
মানুষ  প্রকৃত হ'লে একেবারে সাদাসিধে
বাগান-কোপানি ছেলে ,ও-ও তো রাখাল!
ওর দেবকী-মা খোলামেলা
মাটি-ই যশোদা
খয়রাবনির ছেলে ,"যে নাম শ্রবনে হয় পাপ-বিমোচন"...
এর আগে কে দেখেছে কী অসামান্য লাউ-মাচা, ভিটেমাটির চাল !
লিখবোনা  লিখবোনা করেও লিখি
ব্যথার অধিক কালশিটে
ওই আরকী,যত পারি ওই কবিতাতে কেরেদ্দানি
কোথায় ওর গামছাতে রাখা আছে অসীমার সজনেশাক-ভাত
 দিন,দিনান্ত...
আমাদের  সবেতেই  হৈচৈ...
যার য্যামন  নির্বাণ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register