কবিতায় সংহিতা ভৌমিক
আষাঢ় বাণী
আষাঢ় তুমি এলে বলে বৃষ্টি এলো কাছে,
আষাঢ় তুমি এলে বলে মেঘেরা কালো সাজে।
আষাঢ় তুমি রুষ্ট হলে বজ্র বীণা বাজে,
কখনও হৃদয় নীড়ে স্বপ্নের ছিন্ন বীণার তারে।
একলা ঘরে অচঞ্চল মন এক নিবিড়তম উল্লাস,
দমকা হাওয়া তোলপাড় মনে এক আলোর আশ্বাস।
0 Comments.