T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় প্রদীপ গুপ্ত
কমলা রঙা ভোর
আজ আর কেউ তাদের মেয়ের
নাম রাখেনা কমলা
বড্ড সেকেলে নাম, বড়ো গাইয়া
তার থেকে নাম দেওয়া ভালো --
এ্যানি, রোজি, পিঙ্কি।
এ্যানি হোক নৃত্য পটীয়সী, রোজি নাহয় সাইন্টিস্ট হবে হোক,
আর রোজি!
রোজি মা তুই কী হবি বল --
কর্পোরাল বিদুষী?
কমলা গো বোনটি আমার
তোমাকে এরা না চেনে নাইবা চিনুক,
ওরা হোক ওদের যা ইচ্ছে তাই
তুমি আবার শহীদ জন্ম নিও
জন্ম নিও এবার ভারতের বাংলায়
আমাদের কোনো ভাষার শহীদ নাই।
0 Comments.