কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল
দমননীতি
গনতন্ত্রের অধিকার উৎসবের প্রতিদিন--
শোষন শাসন, দূর্নীতির তর্জা কাটে।
রোদে ,অরোদে পুড়ে খেসখেসে অবয়ব,
তবুও সুবোধ বালক খুঁজে।
জমি চোষা রোপন পদ্ধতির
অনবরত কর্মে ব্যস্ত চাষী---
যোগ বিয়োগ গুণ ভাগ
শূন্য হিসেব দশমিক!
হাতে রেখে পাটিগণিত ।
বৃষ্টির কারন অকারনেও করনীয় কর্মে অনড়।
মাটির কথা বুঝে আকাশের কথা শুনে।
সুবোধ বালক হোক "গোপাল"
শোষন শাসন, দূর্নীতিতে ধার্য
কান মলা ।
ভবিষ্যত চিন্তা মগ্নতায়
দন্ডায়মান দেশের দশ দিক-এ জনণন ।
জোর জুলুম নির্যাতন অসহ্য হলেই-
দমন করবেই কীটনাশক প্রয়োগে।
0 Comments.