Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে আমিনুল ইসলাম

maro news
কবিতা সিরিজে আমিনুল ইসলাম

অবনী ঘোষ (সিরিজ)

১| লুকিং গ্লাসে আপাদমস্তক ভদ্রলোক পোশাক ধুপছায়া মেখে ঠান্ডা রোদের হৃদয় মৃদুমন্দ হাওয়ার গালে থুতনি রাখে যুবতী স্লিভলেস উড়িয়ে দেয় বিপথগামী পথ
উইন্ডো সিট দেখেছিল বিকেলের ঠোঁটে লেগেথাকা ক্যাডবেরির আলতো কামড়
যে সময় এক অব্যর্থ যন্ত্রণায় বেনিমাধব বাতাসের খোঁপায় সাজিয়ে দিয়েছিলেন ঘনঘন বিড়ির সুখটান
২| যন্ত্রণার চাবিকাঠিতে দরজা খোলা হুটহাট তার চোখে ধুলোবালিও নগন্য নয় পরন্ত বিকেলের শীর্ণ ছায়ায় মোড়ানো চকলেট চিবিয়ে খাচ্ছে ষোড়শী চোখ
ওহ্! কী জ্বালা! ব্যথার সলতে উসকে চলে যাওয়া পিছু হাঁটাদের ফিরে আসার কোনোই রুটিন ছিল না...
৩| ঘুগনির উপর কুচানো পেঁয়াজ ও কাঁচা-লঙ্কা ঢংঢং টিফিন পিরিয়ড
আড়াল থেকে বেরিয়ে আসে গুটিকয় রোদ এসব মুচকি হাসির প্রশান্তি ঝড় আনতে এক্সপার্ট
ভাঙা ছাউনি উড়ে যাওয়ার অকুতোভয়ে বুড়ো ডাকবাক্সের গায়ে জ্বর একটিও সংকেত বিতরণ হল না আজ...
৪| নিরাশ হবার আগেই মলমে ব্যথার উপশম
প্রস্তুতকারকের নাম অচেনা নয় জীর্ণ শার্টের ভিতর চকচকে বুক মধ্যম বর্গ থেকে উৎপন্ন যন্ত্রণার ডাকনাম জানা নেই না জানারই কথা
কাঁচা কুল গুড়ো-লঙ্কা ও লবণ পিষছে দুপুর লালা সংবরণের দাওয়াত দিয়ে ঘুলঘুলি থেকে যে চড়ুইটি উড়ে গেল সে নিশ্চিত জানতো তারাপদ মেমোরিয়ালের দিদিমনির নাম
৫| এসব তালগোল হারানো চুলের ঝরে পড়া টেকো মাথার ভীমরতি নিম-ছেঁচকির ঢেকুর গরম তেলে ভাজা কাঁচা-লঙ্কার চড়বড়ানি
কতকাল পরে বেজে ওঠে বিসমিল্লাহ্ না! কোনও শুরুয়াত নয়!
মেরুদণ্ডের ভিতর ঘুমিয়ে থাকা সানাই পাতায় পাতায় সবুজের চেয়ে দেখা
এখনও ফিকে হয়নি টুনটুনির রং চড়চড় বেড়ে ওঠা মেয়ের শৈশব পোগ্রেসিভ আমার চোখ রোলকলে ডেকে দিচ্ছে বান
৬| ঝাড়ফুক যতোই ওঝা ঝাড়ছেন পেতনী ততই বেদম
আহা! ভালোবেসে একবার অন্তত একটি বার ডাকলে পঞ্চম রুবি রায় কুপোকাত হবেন কিনা আমাদের বলার কথা নয় আর জানারও কথা নয়
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register