Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় অর্পিতা কামিল‍্যা

maro news
কবিতায় অর্পিতা কামিল‍্যা

১| গৌরব

'গৌরব' নামের একজন, বর্তমানে একেবারেই সাধারন উচ্চ শিক্ষিত টোটো চালক। চিরাচরিত ভাবে তারও, স্বপ্নময় চোখে ছিলো ছাপানো, নানান স্বপ্ন নিজস্ব স্বকীয়তার, নিশ্চিত স্বনির্ভরতার।
ছাপার অক্ষরের অ আ ক খ পড়ে, অবশেষে, একদিন সে হলো, শিক্ষিত বেকার যুবক। ছুঁড়ে দিলো জীবন তারপর তাকে সময় বাস্তবের প্রশ্নের মুখোমুখি । তখন তার সব গৌরব, জীবনের চরম বাস্তবে সত্যে বিন্দু বিন্দু স্বার্থ সমুদ্রে।
সময়ের মিথ্যা স্বান্তনায়, অনেক আশা আশ্রয় করে, দিয়ে চলে সে একের পর এক চাকরির ইন্টারভিউ। অনেক রক্ত, ঘাম, স্বপ্ন, আবেগ, আভিজাত্য স্বাজাত‍্য, বোধ বিচিত্রে বিবেকে বিশ্বাসে দীর্ঘশ্বাসে বিফল একের পর এক কেতাদুরস্ত ইন্টারভিউ।
তারপর ভাতের থালায় বাপের অপমান, মায়ের অভিমান, প্রেমিকার কটাক্ষ, তির্যক মন্তব্য। শুরুহয় গৌরবের অগৌরবময় অগ্ৰগতি। স্বনির্ভরতার অপ্রীতিকর চেষ্টায় ব‍্যাংক থেকে লোন নিয়ে দারুণ গৌরব অর্জন করার স্বপ্ন ভেঙে--সে হয় 'গৌরব' টোটোওয়ালা।
প্রত‍্যায়িত প্রশ্ন আর অতৃপ্ত জীবনের অনুভব বাস্তব উপলব্ধির অযথাযথ সঠিক সত্য মিথ্যে সব মিলে তার ভবিষ্যৎ যেন অস্পষ্ট, তখন প্রেমিকাও অবুঝ, জটিল জীবন যেন অসহ্য পৃথিবীর বাস্তবের সব কষ্টে।
স্বপ্নগুলো তারপর উপার্জনক্ষম ঠিকানা হারায় বেকারত্ত্বের, কিন্তু হাজার হতাশায় গোপন স্বপ্নের গৌরব ধ্বংস হয় । প্রাণের প্রত্যাশা তখন প্রখর শোনিত মজ্জাগত প্রায় এবং প্রায় কাছাকাছি জীবন ও মৃত্যু।
আরও বিচ্ছেদ বিরহ প্রেম কতো রকমের ধ্বংসের কৌশলে জীবন তখন শুধুই ব্যর্থ পরাজিত । মন আর মৃত্যুর যেন চুড়ান্ত বন্ধুত্ব টোটো চালিয়ে অনিচ্ছা স্বনির্ভরতার অন্ধকারে চলে গন্তব্যের নতুন ঠিকানায়।
প্রেম স্মৃতির খোলস ধ্বংসাবশেষ, বেকারত্ত্ব বিষের নীলে নষ্ট! তবুও উন্নত শির তার সিকিবিজ্ঞ মন মস্তিষ্কে মনে প্রাণে 'গৌরব' সগৌরবে স্বনির্ভর।

২| বাঁচতে চাই

কুন্তী পৃথিবী, আমি হয়তো তোমার এক অবাঞ্ছিত সন্তান। আমি রসহীন, খাদ্যহীন পুরোনো প্রাচীরে, জন্ম নিয়েছি ভাগ্যের দোষে।
প্রতিদিন আমার পাশ দিয়ে, কত মানুষের যাওয়া আসা, আর আমি পড়ে থাকি সবার অগোচরে।
স্বপ্ন তো হয়তো আমার বিরাট বিশাল মহীরুহ হবার, ঠিক এই আশায় দুঃসহ স্পর্ধায় আমি বলি প্রতিদিন। আমি বাঁচতে চাই ----।
বলিষ্ঠ শিশুদের মতোনই শিকড়ে শিকড়ে বিদীর্ণ করতে চাই কংক্রিটের শক্ত প্রাচীর।
আমার ছোট্ট মনে হাজার বিদ্রোহ জমে আমিও জানি প্রতিটি ইঁটের পিছনে কত শত করুন গল্প।
কত খাদ্যাভাব, কত ঘাম কত হাহাকার আমার অবাধ্য শিকড় গোপনে সে সব খবর শোনে।
চোরাচালান করে সে খবর আমার মনে, সন্তর্পণে। আমি জানি গরীব থেকে আরো গরীব করেনা তবুও তারা ভিক্ষা।
আমি জানি পাঁচীল কোলে সিগারেটের ধোঁয়ায় প্রেমিকার জন্যে যুবকের কেমন অপেক্ষা।
চাকরী নেই, প্রেম নেই অর্থ নেই, শান্তি নেই আমি জানি ওষুধের অভাবে কেমন মরনের প্রতীক্ষা।
বাঁচি আমি ও যদি হবো উদ্ধত বুনিয়াদী যোগাবো অবিরাম অক্সিজেন বিমূঢ় বিষ্ময়ে অভিযোগে বলি।
পৃথিবী, ওরা তো নির্বোধ তুমি কি পারোনা হতে অলৌকিক? আমি বাঁচি, ওদেরও বাঁচাই তাই আমি বাঁচতে চাই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register