মহামারীর দাপটে ,
আজ বহুদিন নিয়মের শাসনে বন্দী আমি!
পাহাড় করছে আমার অপেক্ষা,
নদী ও জানে, সে কথা,
বাতাস এসে কানে কানে,
বলে গেল যে,
আমায় এ কথা!
মন খারাপের গাছ,
দিন দিন বাড়ছে, দেহে,
ভাবছি বসে,
অ-সুখ মুছে,
ফিরবে সুখ কবে !!!!!
কোনো এক স্বপ্নের সকালে,
প্রকৃতির মাঝে আমি হারাবো আবার,
যখন থাকবে না,
মহামারীর হাহাকার, !!!!!!!
0 Comments.