- 31
- 0
আমার অভিজ্ঞতায় দেখেছি, অনেকে মধ্যবয়সে, ঘোর সংসারে থেকেও ত্যাগ ও উৎসর্গের মাধ্যমে স্বপ্নকে লালন করে সার্থক হয়েছেন। খোঁজ করে দেখুন, কান পেতে দেখুন, অধিক বয়সে শিল্পসাহিত্য নিয়ে অনেকেই প্রতিষ্ঠা পেয়েছেন। জীবন শুরু হয় শুনেছি ৫০ এর পর।সৃজন শীলতা আসে ঐ সময়েই স্বাভাবিক ভাবে। বাস্তবিক, কিন্তু বড় বিপজ্জনক বয়েস এটা। শারিরীক সুস্থ থাকার ক্ষমতা এই বয়েসে অনেকেই হারিয়ে ফেলেন। যাদের মন যত সংকীর্ণ তারা তত তাড়াতাড়ি বুড়িয়ে যান। দুর্বল হয়ে পড়েন। তাদের পক্ষে শিল্পে আসা অসম্ভব।
এবং অবসর না গ্রহণ করলে সারাদিন ছবি আঁকতে পারবেননা।রুশোর জন্ম ফ্রান্সেLaval, Mayenne, France। রুশোর পরিবারের পেশা ছিল পাইপ বসানো ইত্যাদি প্লাম্বারের। দরিদ্র ঘরের।ফলে, পরিবারের সাথে সেখানে তাকে শৈশবে কাজ করতে হত, সেখানকার হাই স্কুলে কষ্টে পড়াশুনা করেছেন। ঋণের দায়ে তার বাবা তাদের বাড়ি বিক্রি করে সেই জন্মশহর ছাড়েন। রুশো কৈশোরে আঁকাতে ও গানবাজনায় অনেক পুরষ্কার অর্জন করেন।
ছবির নাম Tiger in a Tropical Storm or Surprised! is an 1891 oil-on-canvas painting এটা ছিল তার প্রথম জঙ্গল এর পেইন্টিং। এখানে দেখানো হয়েছিল, বিদ্যুতের ঝলকানিতে একটা বাঘ শিকারের উপর ঝাপিয়ে পড়েছে। পরিবেশে তখন তুমুল ঝড়।
দেখেছিলেন তখনই পিকাশো এমন বিশাল প্রতিভাকে দেখে তার সাথে দেখা করতে যান। রুশো প্যারিসের নতুন এক দিশা নিয়ে এসেছিলেন যা রুশোর জীবদ্দশায় খুব কম লোকই উপলব্ধি করেছিলেন।তিনি ছিলেন একজন avante-garde। মৌলিক রুপকল্প নির্মাতা।
আজ রুশো শিল্প জগতে এক বিশিষ্ট নাম।পিকাশোর চেয়ে কম নন খ্যাতির দিকে। নবীনদের কাছে পড়াশুনার বিষয়।

0 Comments.