Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় স্বর্ণযুগে আমিনুল ইসলাম (গুচ্ছ কবিতা)

(হরিপদ'র) লোকেশন


হরিপদ জানে
গোপন খবরে ফুটে ওঠা
সবুজ শাখার মনোনয়ন

গুগলনোট শিখিয়েছে কলমের পরবর্তী উচ্চারণ অনায়াস বৃদ্ধাঙ্গুলের স্পর্শে গলে যাচ্ছিলো স্ক্রিন
তোমার রেসপন্স ঝরনায় লীন~
ডুবন্ত ভাবনা ~

ডুবুরির শাখায় ফুটেছে কিছু নোটিফিকেশন…


নির্দিষ্ট অবস্থান থেকে
বাস্তবিক কয়েক মেগাবাইট
দূরে অবস্থিত স্পেস = জায়গা হলেও
এদের ব্যাপ্তির তারতম্য অনেক

হৃদয় থেকে স্পেস সরিয়ে নিলেই
হরিপদও ক্লোজ হয়ে আসে


অনির্দিষ্ট জায়গা বদলে নিয়েছে পাখি
যাদের কোনো সীমান্ত নেই
সম্পর্কের স্পেসকে
ব্যাবহার করে লেখা যেতে পারে
পাখিপুরাণ
১টি দর্শন

পাখিদের নিজস্বতা হারিয়ে যাওয়ার নয়
ওরা এভাবেই মৃত্যু মুখে বাঁচে ~


১টি শব্দ থেকে অন্যটিতে পৌঁছে
যাওয়ার সময় নির্দিষ্ট স্পেস (_)
যেটাকে একটু বাড়িয়ে দিলে ২টি
শব্দের নিজস্ব চুম্বকীয় তারতম্য ঘটে

পাশাপাশি ২টি বাড়ির শূণ্যস্থানকে
রাস্তা বা গলি ব'লে
যেখানে কিছু পায়ের শব্দ কান পাতে

বাক্য মধ্যস্থ শব্দের অন্তর্বর্তী স্পেসগুলো
থেকেও সেজে ওঠে সুর মূর্ছনা
সে সময় পাখিরা ইউনিফর্ম পরে
বেরিয়ে যায় দিগন্তে


ফাঁকা জায়গা = শূণ্যস্থান বলা যেতেই পারে
এতে কোনো ট্রেন বাস বা এয়ার টাইম বদলে যাবে না
ঘড়ি ছুটছে নিজের মেরুদণ্ড সোজা রেখে

মেরুদণ্ড সোজা রাখার জন্য কিছু টিপস
মান্যবরের কাছে নেওয়া রুটিন কাজ


স্পেস স্টেশনটির orbital inclination 51.64°
এটা মনে রাখতে কেউই বাধ্য নয়
এটি গুগলের 'গুগলি বল' মেনে নেওয়াই ভালো

তৃষ্ণা আমাদের নিয়ে এসেছে বিশুদ্ধ জলের কাছে

অলস শরীরে পলেস্তারা খসে

জ্যমিতিক ভঙ্গিতে পাখির উড়ান দেখাও কৌশল

কুশলসংবাদ-এর পালক দিয়েই তৈরি হয়েছে ডানা
যার সহায়তায় অনেকটা কক্ষপথ প্রদক্ষিণের সম্ভাবনা জ্বলে উঠেছে


উপরিউক্ত স্পেসগুলো শূণ্য = মহাকাশ
এগুলোকে মহাকাশবার্তা বললে ভুল হতে পারে
ভুল থেকে কয়েক বাইট দূরত্বে ছিল পাখির ঘর

প্রস্তুতকারক বিভিন্ন সাইজের টুপি বাজারে এনেছেন
কোনটি আপনার মাথায় সৌন্দর্য নামক বিশেষণটিকে প্রজ্জ্বলিত করবে তার দায় প্রস্তুতকারকের নয়

এখানে হরিপদ নির্দোষ
যেহেতু তার মাউথ অর্গানটিও অন্ধ বলেই
বাঁশ বনে ডোম এখনও পায়চারি করেচলেছেন…

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register