কবিতায় স্বর্ণযুগে সুবীর সরকার ( গুচ্ছ কবিতা )
১| শিকার
দূরের গঞ্জে বাঘ ডাকছে।দুলতে থাকা সাঁকো
. ধরে রাখে স্মৃতি ও ডাহুক।
ভরা বর্ষায় ছবিতে মিশে যায়
. শীতের কুয়াশা
প্রতিটি ভাতঘুমের পর ওল্টানো গ্লাসকে সোজা
. করতে থাকি
কাফ সিরাপে জল মেশাই।
গঞ্জের রাস্তায় একলা শিকারী।
২| এপিটাফ
তোমার ওপরের ঠোঁটের তিল আমাকে ঘুমোতে
. দেয় না
সাজানো দাঁতের সারি।
যুদ্ধের ময়দানে কুড়িয়ে পাওয়া হাতির দাঁতের
. চিরুনি
নদীর ওপারে পাহাড়।
আর পাহাড় জুড়ে একটানা ভ্রম
. ও
. বিভ্রম
৩| ইস্তেহার
মৃত্যু তো শোকতাপের মত সর্বাঙ্গ জড়িয়ে রাখে
মৃত্যু আসলে একটা হ্যাঙার
হ্যাংওভার স্ট্রিট ধরে হেঁটে যাওয়া পিয়ানো
. বাদক
নীল চোখের নারীরা এসব জানে
দোয়াস মাটির দেশ একথা জানে
ডান হাতি খালের জনপদে ম্যাজিকের মত
. সন্ধ্যে নামলে
নখ ও দর্পণের মধ্যেকার সব বিরোধ মিটে
. যায়
৪| শীত
পাখিরা নেমে আসছে ঝাঁক বেঁধে
পুকুর ছেড়ে উঠে আসে হাঁসেরা
মেখলিগঞ্জের হাটে দেখে ফেলা সেই কবেকার
. রণ পা
অন্তহীন বলে কিছু হয় না!
এবং নদীর পারে শীত।তারপর কাপালিকের
. ডেরা।
৫| জার্নাল
হাসিকে বিকল্প ভেবে কি অদ্ভুতভাবে হাসি থেকে
. দূরে
একটা শিকার কাহিনী নিয়ে
. ব্যাস্ত হয়ে পড়ি
কুয়াশা মাখছে চশমা।
শিশিরে ডুবছে পা ও পদযাত্রা।
প্রতিটি ভুলের মাসুল গুনতে
. হয়
সরসে খেতের পাশে মধ্য শীতের তাঁবু
মাঝে মাঝে বেড়াতে আসে সার্কাসের
. হাতি
0 Comments.