Thu 18 September 2025
Cluster Coding Blog

হাঁড়ির খবরে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

maro news
হাঁড়ির খবরে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
১) আজ নাট্যকার গল্পকার, নাট্যকার, গীতিকার, প্রাবন্ধিক, গবেষক চৌধুরী জহুরুল হকের মৃত্যুবার্ষিকী। শেষ কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিলেন। ষাটের দশকে চৌধুরী জহুরুল হক ‘চোঙ্গা গল্প’ নামে নতুন রূপশ্রেণির গল্প রচনায় মনোনিবেশ করেন। ‘চৌধুরী জহুরুল হকের চোঙ্গাগল্প’ শিরোনামে তাঁর এ ধরনের গল্পের একটি সংকলনগ্রন্থ প্রকাশিত হয় ১৯৬৯ সালে। (বর্ধিত সংস্করণ ২০০৫)। )। স্বাধীনতা-উত্তর কালে সত্তরের দশকে বাংলাদেশে গ্রুপ থিয়েটার আন্দোলন জোরদার হয়ে উঠলে চৌধুরী জহুরুল হক নাটক রচনায় এগিয়ে আসেন। তিনি একের পর এক লিখতে থাকেন বেতার, টেলিভিশন ও মঞ্চ নাটক। ১৯৭২ সালে বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হয় তাঁর প্রথম বেতার নাটক ‘পটভূমি’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এ নাটকটি পরে বাংলাদেশ বেতারের নিয়মিত প্রকাশনা ‘বেতার বাংলা’ পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। চট্টগ্রাম বেতার থেকে প্রচারিত তাঁর অন্য কয়েকটি নাটক হচ্ছে : ‘পঞ্চ রং’, ‘চিঠি’, ‘শাড়ির রঙে রঙ’, ‘উপহার’, ‘ক্ষমা’, ‘কবি-কাহিনি’, ‘কল্পিত কল্পনা’ ইত্যাদি। ‘পঞ্চ রং’, ‘চিঠি’, ‘কবি-কাহিনি’ ইত্যাদি নাটক মঞ্চনাটক হিসেবেও অভিনীত হয়। তাঁর রচিত ‘পঞ্চ রং’, ‘চিঠি’, ‘পত্রমিতা’, ‘শাড়ির রঙে রঙ’, ‘দুই অভিভাবক’, ‘উপহার’, ‘ক্ষমা’ ইত্যাদি নাটক বাংলাদেশ টেলিভিশন থেকেও প্রচারিত হয়েছে। তাঁর বিখ্যাত নাটক ‘কল্পিত কল্পনা’ ইংরেজি অনুবাদে প্রকাশিত হয় ২০০১ সালে। অনুবাদ করেন মাঈনুল হাসান চৌধুরী।
২) আগামী ৮ জানুয়ারি ২০২১ রাত ৭.৪৫ থেকে #মুক্ত_অঙ্গন_রঙ্গালয়-এ #থিয়েটার_স্কোপ -এর প্রথম মাসের প্রথম দিনের তৃতীয় নাটক #Rat_Race
অভিনয়াংশে : সম্রাট সরকার (Samrat Sarkar), কৃত্তিকা বোস, তনিমা মুখার্জী ( Tonima Mukherjee) ঋত্বিক ভট্টাচার্য্য ( Ritwik Bhattacharyya), অর্ণিশা সেন (Arnisha Sen), প্রীতি সাঁতরা, রবীন চক্রবর্তী (Rabin Chakraborty), প্রশান্ত সেন ও অন্যান্য।
নৃত্যাংশে : মহুয়া সরকার (Mahua Sarkar)
আলোক পরিকল্পনা: সম্রাট সরকার আলোক প্রক্ষেপণ: রূপ সরকার (Rup Sarkar) আবহ পরিকল্পনা: অর্ণিশা সেন আবহ নিয়ন্ত্রণ: ঋতিকা ঘোষ রূপসজ্জা: তনিমা মুখার্জী ও মহুয়া সরকার মঞ্চ নির্মাণ : তন্ময় মণ্ডল (Tanmoy Mondal) ও দীপা রায় (Dipa Roy) আবহ কণ্ঠ ও নৃত্য নির্দেশনা: তনিমা মুখার্জী
নাট্য ও গীত রচনা, মঞ্চ ভাবনা ও নির্দেশনা: প্রশান্ত সেন (Prasanta Sen)
৩) 'মাধুকরী' আবার মঞ্চে 24th ফেব্রুয়ারি 2021 (বুধবার) সন্ধ্যে 6 টা একাডেমি মঞ্চে। রচনা : বুদ্ধদেব গুহ নাট‍্যরূপ ও নির্দেশনা : সিতাংশু খাটুয়া প্রযোজনা : গড়িয়া কৃষ্টি অভিনয়ে : রোকেয়া রায়, সুমন্ত রায়, কাজল শম্ভু, সিতাংশু খাটুয়া, গান্ধর্বী খাটুয়া, মিঠু চক্রবর্তী, ঋক দেব, চান্দ্রেয়ী মিত্র, কল্লোল দে, ইন্দ্রনীল রায়চৌধুরী, শুভ্রজিৎ লাহিড়ী, সুব্রত বর্মণ, প্রদ‍্যোৎ মৌলিক, শান্তা রায়চৌধুরী, প্রবীর দাশগুপ্ত, তন্ময় অধিকারী, স্মৃতি ব‍্যানার্জী, টিনা বিশ্বাস, সৌনক পাল, ঝিল ও তাতাই। সৃজনে : প্রসেনজিৎ বর্ধন, নীল কৌশিক, সৌমেন চক্রবর্তী, মহ: আলি, মদন হালদার, প্রত‍্যয় রাহা, অভিজ্ঞান খাটুয়া, কল‍্যান সরকার ও সুপর্না খাটুয়া।
৪) রাসবিহারী শৈলুষিক নাট্যোৎসব নিবেদিত- দেবজিৎ ঘোষ এর স্মরণে এবং কিংবদন্তি শিল্পী প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রতি শ্রদ্ধায় ২৪ ও ২৫-এ জানুয়ারি একাডেমীতে, অনুষ্ঠিত হবে দুই দিনের নাট্য উৎসব৷
টিকিটের জন্যঃ https://www.thirdbell.in/events/viswasghatak/ https://www.thirdbell.in/events/kusum-kusum-and-girgiti/ https://www.thirdbell.in/events/anddhayug/
৫) সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত মুম্বই দলে জায়গা পেলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। প্রথম বারের মতো রাজ্য দলে সুযোগ পেলেন তরুণ বাঁ-হাতি পেসার।
৬) আপাতত বিপন্মুক্ত। ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও আগামী ৪৮ ঘণ্টা থাকতে হবে পর্যবেক্ষণেই। মহারাজের তিনটি আর্টারিতেই ব্লকেজ রয়েছে। অন্য দুটিতেও ব্লক রয়েছে ৭০ শতাংশের বেশি। ঝুঁকি না নিয়ে বেশি ক্ষতিগ্রস্থ আর্টারিতে স্টেন্ট বসানো হয়। আগামী ৪৮ ঘণ্টা পর্বেক্ষণে থাকবেন সৌরভ। প্রেশার,পালস দুইই ভালো রয়েছে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register