ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ
রূপক
কিছু জঞ্জাল জমেছে এ শহরে
উড়ে এসেছে ছাই -
পাশেই লার্ভার জলে কীটের দাপট
সাফাইকর্মীর দল এসেছে
নগরে আজ সাহস,ভালো ঘুম হবে রাতে
তুমি জানো আজ আমি এসেছি
আমি ফিরে গেলে ওরা মিছিল করবে রাগে -
তুমি বিক্রি করেছ নিজের সুবিধা
আজ তারা দখল করেছে নদীমুখ
ভিত কাঁপছে,ইঁদুরের শুধু দাপাদাপি।
0 Comments.