ক্যাফে কাব্যে পাভেল আমান
প্রতিটা মুহূর্তে
প্রতিটা মুহূর্তে ইচ্ছে করে
নতুন করে বেঁচে থাকতে
স্বপ্ন নানান আঁকড়ে ধরে
ভালোলাগে নিয়ত হাঁটতে।
প্রতিটা মুহূর্তে চেতনা জুড়ে
নিত্য ভাবনা মারছে উঁকি
গাইতে আছি মনের সুরে
সরিয়ে রেখে জীবন ঝুঁকি।
প্রতিটা মুহূর্তে দেখছি তবে
অঘটনের বিবিধ ঘনঘটা
দিন যাপনে মননে রবে
প্রতিফলিত আলোক ছটা।
প্রতিটা মুহূর্তে সৃষ্টি নেশায়
একরাশ প্রশান্তির উদ্দীপনা
ইচ্ছেগুলো জাগছে আশায়
উস্কে দিয়ে সুতীব্র উন্মাদনা।
0 Comments.