কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়
মায়াকাঁচ
একদিন গল্পো করতে যাব
এমনিই টুকটাক , দারুচিনি দ্বীপের ভেতর
আউট হাউসের মাঝে জমে উঠে
নির্জন জঙ্গল --
যে জীবন দোয়েলের , ফড়িঙের -
মৃদু হিম , গল্পের বাতাস
অভিমান রঙ গলে
তুলি ভরে এঁকে রাখি সব টেক্সচার I
একদিন গল্পের ভেতর
হিমজ্যোৎস্না ,নীলমেঘ , পাখীর উড়াল -
টুকটাক : কথা মেঘ , ফেলে আসা
দুপুরের নিভৃত ঘরানা , বারোমাস I
0 Comments.