পৃথিবীর সব সাদা তৈরী হয়েছে কেন!
সাদা মানে ভালো, নির্লোভ
সাদা মানে শান্ত,
জীবন ভর সাদা খুঁজে বেড়াচ্ছি
আমি মরে গেলে রক্তাক্ত দেহের ওপর
সাদা চাদর ঢেকে দিও
কুয়াশার রঙ সাদা, কুর্চি ফুলের গন্ধ মাখা
সাদা রঙ এর ইচ্ছে কাঁদতে কাঁদতে যাচ্ছে
হিংসের রঙ টকটকে লাল, লোভেরও
বিধবা দিনগুলি সাদা কাপড় পরে ঘুরছে।।
0 Comments.