Thu 18 September 2025
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে স্বপ্না দে

maro news
দিব্যি কাব্যিতে স্বপ্না দে

১| করোনা ভাইরাস

2019 এর ডিসেম্বর মাসে করোনা ভাইরাস এলো চীন দেশে চীনের উহান শহর ধংস করে ছুটলো করোনা ইতালী স্পেন আমেরিকা আরো কত দেশ মহাদেশে কত শত দেশ আজ করোনার কবলে সারা বিশ্ব কম্পমান করোনার ছোবলে ভারতবর্ষকেও করেছে গ্রাস পীড়িত কত মানুষ জন সকাল সন্ধ্যা খবর শুনে বক্ষে ওঠে কম্পন মন্দির মসজিদ গীর্জা গুরুদ্বার সবার দ্বারে ঝুলছে তালা মানুষ আজ পারেনা যেতে শুকায় তাদের ফুল মালা আল্লা যীশু মহাবীর ভগবান করোনার ভয়ে ছেড়েছে বাসস্থান দেবতারা আজ বিরাজ করছে হাসপাতালে দিবারাত্র করছে সেবা করোনা রোগীরে কে বলে আল্লা নেই ভগবান নেই নেই কোনো দেবতা মানুষের মাঝে থাকে তারা নেই আমাদের চেনার ক্ষমতা করোনার ভয়ে মানুষ আজ একসুরে সুর মিলিয়েছে জাতি ধর্ম রাজনীতি ভুলে একে অপরের পাশে দাঁড়িয়েছে বড় বড় মহাপুরুষরা রাজনীতিবিদরা ছলে বলে পারেনি সকল মানুষকে এক ছাদের তলে আনতে কিন্তু প্রাণের ভয়ে সারা বিশ্বের মানুষ আজ একহয়ে লড়ছে করোনার বিপক্ষে করোনা মানে মৃত্যু ভয় আতংকিত মানুষ সব ভুলে ভাবছে কেমন করে সবাই বাঁচবে করোনা মানুষকে মনে করালো বিবেকানন্দের সেই মহৎ বাণী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়।

২| বিধান

ভগবান তুমি মঙ্গলময় মানবজাতি কয় তোমার করুণা অসীম তাই তুমি করুণাময় কত নামে ডাকে মানুষ বিপদে যখন পরে কোনো নামেই দাও না সাড়া মিছে তারা কেঁদে মরে নামের মত তোমার আছে অনেক বাসস্থান সকাল সাঁঝে মানুষ তোমায় করে অন্বেষণ বাকহীন যারা নীরবে সহে ভাসে অশ্রু জলে তুমি নাকি রাম রহিম করুনানিধি বলে তুমি নাকি দয়াময় হরি সবার করো ভালো নির্বাক যারা তোমার সন্তান পায় না তোমার আলো জগৎ সৃষ্টি করেছো তুমি বলি আমরা মানবজাতি তোমার সৃষ্টি সকল জীব পায় না তোমার সহানুভূতি দিনরাত হত্যা হয় যারা করেনা কোনো অভিযোগ আমরা মানুষ হত্যা করি তাদের করি না কোনো সহযোগ মানুষ মানুষকে করে না ক্ষমা স্বার্থের ত্রুটি হলে তুমি কখনো দাও না সাড়া পাথরে থাকো বলে যা করো সবই মঙ্গল এই বিধানে রহি অমঙ্গলকে মঙ্গল ভেবে নীরবে সব সহি সত্যি কি তুমি সৃষ্টিকর্তা জগৎ সংসারের পিতা তবে কেন সহ্য করো এত অমানবিকতা
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register