ঘুণাক্ষরেও টের পাইনি এতটা বিষ ঢুকে গেছে শরীরে
ক্রমশঃ নীল হয়ে পড়ছে শরীর
কিন্তু আমি তো আকাশ হতে চেয়েছিলাম
হতে চেয়েছিলাম গুল্মলতা
আর্কষ দিয়ে ছড়িয়ে ধরতে চেয়েছিলাম
আর তুমি শেখালে কীভাবে ছোবল মারতে পারি
ছিঁড়ে ফেলতে পারি শিকড়
তবে বিষ যখন দিলে,বিষ দাঁতটাও দিও
আমি ব্যুমেরাং শব্দের মানে বুঝি
0 Comments.