শ্রী ঋষি অরবিন্দ ঘোষ উনি।
স্বাধীনতা দিবস হোলো তো পরে।
প্রথমে উনি জন্ম নিলেন ভারতের ঘরে।
উনি বহুগুণী।
দেশের আদর্শ সন্তান।
অশেষ তাঁর দান।
তিনি নিজেই নিজের আত্মসম্মান।
আও সবে, আজ স্মরণ করি তাঁর নাম।
গাই মুক্ত কণ্ঠে, বন্দেমাতরম।
দেশই প্রকৃত ধরম, করম।
দেশের সেবাই পুণ্য পরম।
জয় দেশ মাতা!
জয় শ্রী ঋষি অরবিন্দ জীর জীবন গাথা।
ভারতের চির উন্নত মাথা।
0 Comments.