Thu 18 September 2025
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে মধুসূদন দরিপা

maro news
দিব্যি কাব্যিতে মধুসূদন দরিপা

বিভাস একটি রাগের নাম

বিভাস একটি রাগের নাম সা ঋ গা পা দা র্সা বিভাস একটি গাছের নাম ' এক জীবন ধরে খুঁজেছি কত সেই গাছ ! দেশের বাড়ির বীজ ....' বীজ মানে গর্ভ, বীজ মানে দেশ এ কোন উপমা নয়, জন্মবোধ দেশ মানে সীমান্ত না, দেশ মানে গ্রাম ' কবে আমি ঘুড়ির পিঠে লিখে রেখে দিয়েছি সীমান্ত মানি না ....' কবে কবে সেই অন্ধকার যুগ থেকে উড়িয়েছি ঘুড়ি ' অন্ধকার মুখে নিয়ে দৌড়চ্ছি যেন জন্ম জন্ম পার '
বিভাস একটি রাগের নাম র্সা দা পা, গা পা দা পা, গা ঋ সা বিভাস একটি কবির নাম যে কবি বিশ্বাস করে ' প্রতিটি মেয়ের নাম জলকাদা প্রতিটি চিঠির নাম অন্ন ' যে কবি স্বপ্ন দ্যাখে ' এ জীবন অবিরল জল কুড়নোর ' যে কবি স্লোগান দ্যায় ' সমস্ত গাছের কাছে মানুষের ক্ষমা প্রয়োজন ' জলকাদা অন্ন মানে অবিরল জল কুড়নোর দেশ দেশ আদতে একটি গাছ জন্মের গভীরে যার শেকড় কে না জানে শেকড়ের গর্ভে থাকে বীজ বীজ মানে মা এ কোন উপমা নয়, জন্মবোধ
বিভাস একটি কবির নাম যে কবি দিব্যি দ্যায় ' তোমার শেকড় আমি মাথায় জড়ালাম ' যে কবি জীবনভর সহস্র শিরোনামে একটিই কবিতা লিখে যান বিভাস একটি রাগের নাম দা পা, গা পা গা ঋ সা
(উৎসর্গ : কবি শ্রীবিভাস রায় চৌধুরী )
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register