বন্ধুকে বলিনা কিছু -
সে তো জানে, কপি পেস্ট মাল
বন্ধুকে বলিনা কিছু ;
পোষাকের আড়ালে আমার
জমানো গেরুয়া গাত্রবাস
বন্ধুকে বলিনা কিছু ;
মন আমার ভ্রূমধ্যেই বাস
আচমকাই কেটে দিতে পারি
দিতে পারি নিরুদ্দেশ পাড়ি
বন্ধুকে বলি না কিছু তবু
সে তো জানে সব
গ্রাম দেশ বাড়ি ....
বন্ধুকে বলিনা কিছু তাই
সেও আছে নতমুখ ,আড়ি I
0 Comments.