- 33
- 0
British geneticist and botanist Angus John Bateman (1919–1996) ১৯৪৮ সালে প্রস্তাব করেছিলেন যে প্রজনন সাফল্যের পরিবর্তনশীলতা মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে বেশি। তিনি ডারউইনের যৌন নির্বাচন এ পুরুষদের সার্থকতা ও সাফল্য বেশি মনে করতেন এই ভাবনার সহায়ক। কিন্তু নৃতাত্ত্বিক ভিন্ন গোষ্ঠির মধ্যে যে পার্থক্য ও রয়েছে এখানে তাই দেখানো হল।
মুলদার ও রস Mulder and Ross, পিম্বুতে বসবাসরত প্রায় 2000 জন ব্যক্তির মধ্যে 20-বছরের সময়কালে ডেটা বিশ্লেষণ করেছেন।
এই ডেটাতে বিবাহ, বিবাহবিচ্ছেদ, জন্ম এবং মৃত্যুর এই ছোট্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেকটি বাসিন্দার কার্যত প্রত্যেকের তথ্য ছিল। গবেষকরা অবাক করার মতো কিছু খুঁজে পেয়েছিলেন:
যে মহিলারা একাধিকবার বিবাহ করেছিলেন তাদের মধ্যে তুলনায় কমসংখ্যক বিয়ে করা মহিলাদের তুলনায় বেশি বেঁচে থাকা সন্তান রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হ'ল যে পুরুষরা বহু বিবাহ করেছিলেন তাদের কম বেঁচে থাকা সন্তান রয়েছেকমসংখ্যক বিয়ে করা পুরুষদের তুলনায়
গবেষকরা লক্ষ করেছেন যে পিম্বুয়ে অংশীদারদের অদলবদল করা বেশ সাধারণ, এবং বিবাহ একটি সাধারণ জিনিস। যেকোন যৌন সংগী যে কোনও সময় ছাড়তে পারে আবার ধরতে পারে। (swapping partners is quite common in Pimbwe, and marriage is a rather loose term—either partner is free to leave at any time. )
0 Comments.