T3 - তরঙ্গ মাসিক প্রিন্টেডের সম্পাদকমণ্ডলীর সদস্য হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গর্ব অনুভব করছি এমন একটি মহতী প্রচেষ্টার অংশ হতে পেরে।
ইতিহাস সাক্ষী 'তরঙ্গ 'চিরদিন কুন্ঠার জাল ছিঁড়ে নুতন সূর্যকে পূব আকাশ দিয়েছে, পুরোনোকে দিয়েছে যথাযথ সম্মান। নিরলশ সাহিত্যচর্চা এক নতুন দিগন্তের সূচনা করুক, পৃথিবী দেখুক অভিজ্ঞতা ও সৃজনশীলতার মেলবন্ধন তরঙ্গ কিভাবে দাগ রেখে যায় সময়ের বালুতটে।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন T3।
0 Comments.