কবিতায় বেবী সাউ
			নবীন কবিদের প্রতি 
জীবনটাকে বড় করার ইচ্ছেটুকু খাঁটি
না হলে এই জীবন শুধু জল
মাটির উপর জল দিয়েছি, বীজ পুঁতেছি রোজ 
ধরেছি আজ শক্ত হাতে পোক্ত সে লাঙল
জীবন যেন শস্যক্ষেতে বৃষ্টিভেজা মাটি
ঘাম ঝরালে ফলবে সোনা খাঁটি 
ইচ্ছেটুকু তোমার থাকে ষোল -আনাই আজ
তবে এবার এগিয়ে পড়ো কাজ
ভয় পেও না, কলম থেকে জীবন ঝরে পড়ে 
তোমারই অক্ষরে 
শুধু তোমার চোখ এবার পাখির মতো হোক
দূরের আলো কাছের আলো হোক
আগামী যুগ ডাকছে বলে কলমখানি ধরো
বিগতযুগ পড়ো
আকাশ লিখে ঝাপিয়ে পড়ো যাযাবরের মতো
বাতাস লিখে ভাসিয়ে দাও দুঃখগুলো যতো 
জ্যোৎস্না লিখে অন্ধকারে দেখাও তুমি পথ
লেখাই হোক মুক্তি আর লেখাই শপথ 
জীবনটাকে বড় করার ইচ্ছেটুকুই খাঁটি
ঘর পেরিয়ে নামো এবার ধুলোয় মাখা পথে 
চতুর্দিকে কান্না তবু প্রদীপখানি লেখা 
আগামী যুগ দেখা
						
			
		 
	
0 Comments.