Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা - তে রুদ্র অয়ন

maro news
কবিতায় পদ্মা-যমুনা - তে রুদ্র অয়ন

১| থাকবোনা সেখানে

সেখানে থাকতে চাইনে কস্মিনকালেও যেখানে নেই কোনও দাম নেই কোনও গুরুত্ব। সেটা কোনও ঘর হোক কিম্বা কারও মন-ই হোক।

২| বুকের মাঝেই থাকো

যত দূরেই থাকো তুমি নিজেকে যতই লুকিয়ে রাখো, অনুভূতি জানিয়ে দেয় এ বুকের মাঝেই তুমি থাকো।

৩| তোমাকেই যেন পাই

কখনো যদি তোমাকে ছেড়ে অন্য পথে হারাই, সেই পথের শেষে-ই যেনো তোমাকে আমি পাই।

৪| বহুদূর

এক নিঠুর, বধিরের কানে বাজিয়ে ছিলেম আমি ভালোবাসার সুর, শুনে নাই সে সুর আমার তাই আমি তার থেকে এখন বহুদূর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register