সাতে পাঁচে কবিতায় আজীম বাবু গাজী
অন্তহীন
একা হেঁটে চলেছি
সাথে সমুদ্র চলেছে তার
বালির পাহাড় নিয়ে।
এক সামুদ্রিক কাঁকড়াও চলেছে গুটি গুটি ছোট্ট পায়ে
মাঝে মাঝে পিট পিট করে তাকায় । কিছু বলতে চায়...
ও জানতে চায় "গন্তব্য কোথায়?"
আমি বলি সমুদ্র,
অন্তহীন ঢেউ।
0 Comments.