T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় বিপ্লব গোস্বামী
এলোরে বৈশাখ
এলোরে এলো বৈশাখ
রবীন্দ্র সঙ্গীতে,
হালখাতা গণীপূজা
সিদ্ধি আর হিতে।
এলোরে এলো বৈশাখ
ঝড় বৃষ্টির সাথে,
বটতলার মেলায়
ইলিশ পান্তা ভাতে।
এলোরে এলো বৈশাখ
নব ফলে ফুলে,
নব পল্লবেতে এলো
শ্যামলীর দুলে।
0 Comments.