Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় প্রদীপ কুমার দে

maro news
T3 || আমার উমা || 26য় প্রদীপ কুমার দে

এবং শারদীয় কথা

সকাল বেলাতেই চেঁচামিচি, হৈচৈ--রৈরৈ, ব্যাপার--স্যাপার। ঘুম ঘুম অবস্থা থেকে পঁই--পঁই করে উঠে পড়া, আবার বসা, তারপর ধড়ফড় করে বারান্দা--ঘর, ঘর--বারন্দা। রাস্তায়--ফাস্তায়, লোকে--লোকাকার। ভিড়ে ভিড়--ভিড়েছে, এসে--মিশেছে, একাকার-- আমাদের এই সেই তস্যগলির--কুমোরটুলির অলি-গলি, ঘুল-ঘুলিতে। কুমোর পাড়ায় বাস, এর থেকে আর বেশী কি চাস? ঠাকুরে-বাকুরে, মাটিতে--কাদাতে একবারেই অবস্থা--ব্যাবস্থার, হাঁসফাঁস। খড়--কুটো, মুটো--মুটো, দঁড়ি--মরি, বাঁশ-ফাঁস, চলা--ফেরা, যাতায়াত কাজে-- অকাজে, ভিড়ে--ভরে, জটিল-- কুটিল আশ্বাস--বিশ্বাস, প্রশ্বাস--নিঃশ্বাস হয়ে ওঠে একেবারে নাভিশ্বাস ! তদন্ত--ফদন্ত, হন্তদন্ত--মন্ত্রফন্ত্র সব ধুলিষ্যাৎ। পরে বলছি কেন লিখছি এই কথা, ব্যাঙের--মাথা আমার লেখা--চোকা, আকাঁ--জোকা , ক্লিক--ক্লিক, শব্দে-জব্দে কানের ভোঁতা--মাথা! হলো না কিছু, রতনের ছেলেটারে কামড়ালো--আঁচড়ালো এক বড়-সড়, হাজি--পাজি বিছে! শুধু নয় তাই, শোনো ভাই, এখানে--সেখেনে, মাছি--মশা, আরশোলা-- মারশালা, টিকটিকি-গিরগিটি, ইঁদুর-ছুচো, লেঙটা--লেঙটি, হাস-- মুরগী, গরু-- শুয়োর আর মানুষের--অমানুষের, আশ-- আবাস, নিবাস--সহবাস! কথা ছিল, চলছিলো হবে--তবে, ভবে--সবে বড় কিছু, কিন্তু হয়ে আসু--শিশু, টেবিলে--টুলে, আসনে--বসনে, ফাইল চালা--চালি, খালি--খালি হেঁজরালি--হাঁতরালি, বিশ্বরানী হবে কুমারটুলির যতো সন্ধি--ফন্দি হলো শেষে ফাইলবন্দী! তিন-- তিনটি তদন্তকারী দল বলে, চল--চল করে, দল--ঢল নামায়-পাড়ায়। উঁকি--ঝুঁকি , মারি--খালি, তবে কি উদ্ধারিবে, কোটি--কোটি, লাটঘাট নোটের, আন্ডিল--বান্ডিল ? বারান্দায় যখন আমি আসি, তখন গিন্নি যায়, গিন্নি এলেই আমি যাই, লুকোচুরি--ফুলঝুড়ি, আনাই--বানাই, ইকির--মিকির, চামচিকির, নানান জলে-- কতুহলে, বলে- বলে, শুধরাই -জানতি চাই, নাড়ি --ভুড়ির খবরাখবর যদি-পাই, এর-ওর মুখে। একজনই তায় বিশ্বাস--অবিশ্বাস মিলিয়ে বলে যায়, জানায় ওসব কিছু নয় তল্লাশি চলে মোষের তরে-- কুমারটুলির ঘরে--ঘরে, যদি পাওয়া যায় অমূল্য-- রতন, মনের-- মতোন। উড়াইয়া দেখো--ছাই, তবে--তাই যদি কিছু পাই। তেমন কিছুই নাই! অসুর আছে, কিন্তু মোষ নাই অথচ মহিষ থেইকেই অসুর ভাই, নাম মহিষাসুর ভাই! দুর্গা আছে, সিংহ--ফিংহ সব আছে, নাই -- তাই, মহিষ অথচ অসুর-ফসুর জলজ্যান্ত। তাইলে- নইলে, অসুর কোথা হইতে জুটলো--আসলো ? মানুষ-ফানুস মেরে--কেটে তো আর অসুর বার - ফার হয়নি--রয়নি। মানুষের মধ্য--সদ্য অসুর কি তালে--তলে--তলে কি করে জন্মে--কর্মে? গন্ডগোল-ফন্দোগোল তাহলে অন্যখানে-মাঝখানে আছে নিশ্চয়--ফিশ্চয়। কেন্দ্রীয় নামকরা-ঘুনধরা টিম বলে, ছলে-- বলে কৌশলে, চলে এসেছে - এখানে। তন্য--তন্য করে এই অরন্য খোঁজা--খুঁজি করছে -- চলছে। বাড়ি--বাড়ি, ঘর--দোর, তালা--খোলা, ভাংচুর--দূর --দূর, কিছু নাই, বেকার তাই। খাট--আলমারি ছাদ--বাথরুম ডুম -ডুম, টাক--ডুম। কোথা গেল সেই মাথা--মাথা? মাথাদের পাচারে, বর্ডারে --খবরে, হাপিত্যেশ বদ্দিবুড়ো--ছোট থেকে--বড় খুড়ো, একেবারে নাজেহাল--পয়গাল! সারাদিন -- দিন দিন, রাত--দিন, বছর্--ফছর, কাটে--সপাটে, তাক্--ধিন, লাগ--লাগ ভেলকি লাগ -- চুলায় যাক অসুরের মোষ -- যত দোষ -- সবটাই ব্যাটা ওই --ভাই, নন্দঘোষ! মানহুষ--মানুষ, সর্বভূখ--পায় সুখ, খেয়ে--দেয়ে, ঢেকুর তোলে--গন্ধ ভুলে, হজমের--মহিষের, ফাঁকি দিয়ে--সবারে, মারে এক স্বপনের ঘুম -- বুমবুম, দেয় সুখটান --ভেঙে রহস্য, হয়ে-- যায়, খান--খান!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register