Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

স্বপ্ন ছায়া

উত্তাল সমুদ্রের মত, স্বপ্ন ছায়া তুলনায় - তোমার তুমি, মনোমুগ্ধকর দেবীপ্রসাদ; অনন্ত অঙ্গন পরিপূর্ণ সেবা ঝড়, বাতাস এবং ভারী বৃষ্টির মতোই প্রচন্ড আবেগের টান নিশাচর পাখি। তা-ই তো হৃদয়ের আবদ্ধ তোমারই ও-ই হরিণের ছায়ার মতো নয়নের চাহনি আমার হৃদয় ছুয়ে যায়,🐦 আমার প্রতিটি হার্টবিট তোমাকে আরো ভালোবেসে!🍏🍏 আমার অনুভূতি তোমাকে ঘিরে কোন এক দেবীর মতো, অতীত থেকে প্রকাশিত কবিতা তোমাকে ঘিরে হয়তো তোমার অজানা! ভালোবাসার রুপটি দেবীর প্রতিচ্ছায় , কোথাও উঁচু কোথাও নিচু ; যেন শৃঙ্খলিত রূপে রহস্যের মায়া ; তুমি আমার শ্বেতকায় নারীর উর্বরতা শক্তি। শিহরিত শিহরণে- জাগলো মনে সেই সাথে রঙিন ছন্দের গতি। তা-ই তো পুনঃ জাগরনে বছরের সঙ্গে যুক্ত তুমি ; তোমারই মায়ায় প্রজাতির মতো বসে থাকি এবং ভাবনায় তুমি।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register