কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ
বৃষ্টি ভেজা রাত
আজ এই বৃষ্টি ভেজা রাত
তোমার আদুরে দু'হাত
ছিল প্রেমের সংঘাত
তাতে হলাম কুপোকাত!
এই বৃষ্টি ভেজা রাত
একা লাগে মাঝরাত
কেন মিথ্যে অজুহাত
দিলে হাজারো আঘাত!
এই বৃষ্টি ভেজা রাত
হচ্ছে দু-চোখে অশ্রুপাত
ডেকো না পশ্চাত
করছি তোমায় জোড়হাত।
0 Comments.