Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

স্থিরচিত্রে তুমি অক্ষর, তুমি নায়াগ্রা জলপ্রপাত

মিসিসিপি নদীর ধারে- ক্লান্ত জীবনের পটভূমি তুমি: মরুভূমির প্রখর বিদ্রূপাত্মক! তুমি নায়াগ্রা জলপ্রপাত তুমি অদ্ভুত দর্শন। গোধূলি লগ্নে, তুমি ছিলে রূপ শান্তি ক্ষমা প্রেম অপূর্ণ ইচ্ছের হৃদয় কথোপকথন; হৃদয়ের ভাষায় তুমি ছিলে অন্নপূর্ণা প্রতিমা। কল্পনায় ভেসে তুমি সেই প্রিয় মুখ ; মায়াবী মুখের মায়াবতী প্রতিচ্ছবি অমৃতা সুধাময়ী তুমি । জোছনা রাতে আলোর সঙ্গে প্রিয়ভাষিণী রুপোলী চাঁদ।। বহুকাল আগে থেকে হৃদয়পটে মায়াবী বীনায় তুমি আর তুমি। এখনো পর্যন্ত প্রিয় তুমি পদ্মন্যায়ের উদ্যমী সুবাসিনী! অফুটন্ত ফুলের দ্রবীভূত রেনুর বীজবারণ : সংগ্রহ শালার মনুষ্যি ঈপ্সিত কোনো রূপসী তুমি আমার উদয়ের যবনিকা, সমাপ্তি অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনামচায় তুমি কথোপকথন।।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register