Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

তোমার প্রেমে পড়েছি

যেই চোখ পড়েছে তোমার চোখে সেই তোমার নেশায় পড়েছি ; কত রাত স্বপ্নে তোমার মুখটি দেখেছি আমি প্রেমে পড়েছি,তোমার প্রেমে পড়েছি। তোমার ডাগর ডাগর দুটি চোখে আমি প্রেমের নদী খুঁজেছি; তুমি একবারও চাওনি ফিরে আমার দিকে পাগল হয়ে কত ডেকেছি। জলে ভাসা নীল নীল তোমার দুটি আঁখি রংতুলিতে বুকের ভিতর তোমার ছবি এঁকেছি; আমি প্রেমে পড়েছি,আমি প্রেমে পড়েছি। তোমার মনটা দিয়ে ধন্য করো ওগো ময়না পাখি, সারাটা জীবন কেটে দিব,তোমার চোখ চোখ রাখি; তোমার চোখের নেশায় পড়ে সব বেদনা ভুলেছি আমি প্রেমে পড়েছি,তোমার প্রেমে পড়েছি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register