Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে অসীম সাহা

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে অসীম সাহা

দূরত্ব নাকি সীমারেখা

দেখতে চাওয়া আর দেখতে পাওয়া- সামনে দাঁড়িয়ে বাস্তবতা! কোন একদিন কথিত দেশ প্রেমিক বিশেষ সম্প্রদায়কে চাকুরী দিতে বন্ডে স্বাক্ষর- অভিমত ব্যক্ত- দেশ ত্যাগে ঐ গোষ্ঠীর অর্থ পাচার রোধে নব্য পদক্ষেপ অথচ স্বল্প বেতনের কর্মচারী, আত্ম অতৃপ্তির ঢেকুরে! বন্ধুদের টাকা আত্মসাৎ, স্ব আবাসন বিক্রিয়ে- পরিবার-পরিজনে দূর প্রবাসে প্রবাসী। রিমিটেন্স যোদ্ধা না হয়ে দেশ প্রেমের একি অভিনবত্ব! স্বদেশ ত্যাগ করতে হলো ধর্মের দোহাই দিয়ে ভিটেমাটি সব দখলে- হারালো আপনজন রক্তাক্ত হলো ছিন্ন বাঁধন সাম্প্রদায়িক একি বন্ধন কি বেড়াজাল? ভাগাভাগি নিয়ে হত্যা! এ যেন দূরত্ব বাড়াতে সীমারেখা টানা। সীমা লঙ্ঘিত স্বার্থের অন্ধকারে মানুষ বিভক্ত হলো -জাতি,ধর্ম,বর্ণে! মাটির বুকে অস্তিত্ব জমাট রক্তের অভিশপ্ত জীবন,মুছলো না দাগ বাড়ল দায়! বয়ে চললো আমৃত্যু-জীবন হতে জীবনে মানুষ হবার প্রচেষ্টায় মানবের মর্মকথা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register