প্রবাসী ছন্দে বিজন বেপারী (বাংলাদেশ)
আসল নকল
আসল নকল চলছে খেলা
কে হারে বা জেতে?
নীতির কথা বলছে নকল
চুরিতে খুব মেতে।
ভয় দেখিয়ে নকল নেতা
আসল রাখে চুপ,
সেই সুযোগে পুকুর চুরি
করছে নকল খুব।
সমাজের সে ক্ষতির কারক
দেশের অর্থ চোরা,
নিজের স্বার্থ শুধুই বোঝে
এমনই আনকোড়া।
0 Comments.