Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল

খুশী হলো 

খুশী হলো- ইন্দ্রিয় স্পর্শ, স্বাদ, তৃপ্তি খুশী হলো- অমৃতভাষী দৃষ্টি, শ্রবণ গন্ধ। খুশি হলো - মনের মিথস্ক্রিয়া, খুশী হলো- ভালবাসা, স্নেহ, উদ্দীপনা,সহানুভূতি, দেশপ্রেম। খুশি হলো- মনের বুদ্ধিবৃত্তিক শিল্পের প্রশংসা, খুশী হলো - সাহিত্য সংস্কৃতির সমস্যা সমাধান। খুশী হলো- মনের দেশপ্রেমের মশাল, খুশী হলো - আন্তরিকতা নিবেদন, খুশী হলো - আত্মত্যাগ,সেবা ও ভক্তিমূলক গান। খুশী হলো এ-কারণে ওকারণে ঝড়-ঝঞ্ঝা গেট, খুশী হলো- বিষয়ভিত্তিক সুর সাধনায় সফর। খুশী হলো - সৃষ্টির সুখ দুঃখ শান্তি, খুশী হলো - দৈবচয়ন ভিত্তিতে ভালোবাসা মডারেটর। খুশী হলো - অটুট জয় পরাজয় অবশিষ্টাংশ মনের ছন্দ, খুশী হলো - শতসহস্র অভিমানের জন্ম।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register