কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ
রঙ তুলিতে
রঙ তুলিতে আঁকি তোকে
মনের এই ক্যানভাসে,
হাজারো ছবি পড়ে আছে
হয়ে আজ ফ্যাঁকাসে।
চোখের অশ্রু দিয়ে লিখি
না বলা কত শব্দ,
খুঁজে পাইনি সেইসব স্মৃতি
হয়ে গেছে নিস্তব্ধ।
আকাশে-বাতাসে পাঠিয়েছিলাম
কতশত লেখা চিঠি,
পড়া হয়নি একটি বারও
রয়ে গেছে আজ-অব্দি।
0 Comments.